অনেকের মাঝে চলতে গিয়ে-
ভালবাসায় দুলতে গিয়ে-
জড়িয়ে গেলাম প্রেমে।
অদ্ভুত এই জীবন মাঝে-
সব কিছু ফেলে যেতে হবে যে
নিঃসঙ্গতা মেনে।
ভালবাসার জয়-পরাজয়-
জীবন সে তো হয় যে ক্ষয়-
এই দুনিয়া ছাড়তে হয়-
নিঃসঙ্গতা মেনে।

-এম. বিশ্বাস
29-10-15