অসম্ভব পছন্দ: গান মানুষের মনের খাদ্য। কারন এমন কোন বয়সের মানুষ নেই যে গান বা সঙ্গীত পছন্দ করে না। মানুষের রুচি ভেদে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এক এক রকম মানুষের কাছে এক এক রকম গান পছন্দ। মোট কথা সঙ্গীত সকলেই পছন্দ করে। কিন্তু কথায় আছে ‘বেশি ভাল, ভাল না’। অতিরিক্ত সঙ্গীত বা গানের বাসনা কারও কারও কাছে যন্ত্রনারও কারন হয়। এমনটিই ঘটেছে রাজধানী ঢাকার আদাবর থানার অন্তর্গত মুনসুরাবাদ ১০ নম্বর রোডের ৫৪ নং বাসায় এক শিশুর ক্ষেত্রে। শিশুটির নাম পিয়াল (৩) সে সব সময় ভারতীয় বাংলা সিনেমা ‘বল না তুমি আমার’ এর দেব অভিনীত একটি বাংলা গান “নাচ না জানলে উঠান বাকা, যে বলে বলুক রে, নাচবে তালে হেলে-দুলে, কোমরটা দুলুক রে, দে ড্যান্স......... লে পাগলু ড্যান্স ড্যান্স ড্যান্স” এই গানটি তার অত্যুধিক প্রিয়। সে শয়নে-স্বপনে, জাগরণে সব সময় একই গান। মোবাইলে, টিভিতে, কম্পিউটারে এবং মুখে যে ভাবে পারুক গান তার চাই। আর এর ফলে সৃষ্টি হয়েছে পারিপারিক দ্বন্দ্ব। টিভি দেখতে গেলে পিয়ালের পছন্দর চ্যানেল স্টার মুভিজ দেখতে হবে, তানা হলে কান্না সারা বাড়ি অশান্তি। বাবা পরেশ চন্দ্র শীলের সারা দিন শেষে একটু খবর কিংবা কোন প্রিয় অনুষ্ঠান শান্তি করে দেখা হবে না, মা মেঘলা রানী শীলের সাড়া দিন অফিস করে সন্ধ্যায় একটু সিরিয়ালে চোখ রাখবে তাও পন্ড। এদিকে পিয়ালের দাদা (মাসির ছেলে) কম্পিউটারে বসতে গেলে দাদা পাগলু গান দেন! না দিলেই কান্না। আবার টিভি বা কম্পিউটার বন্ধ রাখলে মোবাইলে চালাও পাগলু গান। পিয়ালের এই গান শোনার মহা যন্ত্রণায় পড়েছে এই পরিবারের মানুষগুলো। এখন প্রশ্ন কি হবে পিয়ালের ভবিষ্যৎ? চিন্তিত বাবা-মা!