Friday, December 26, 2014
Monday, December 22, 2014
Thursday, December 18, 2014
Friday, December 5, 2014
Sunday, August 17, 2014
Monday, July 7, 2014
Wednesday, May 14, 2014
Friday, February 21, 2014
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি!!!!!!!!!!
ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ানো ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি!!!!!!!!!!!!.................................................................................
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সালাম, বরকত, রফিক, জব্বারসহ
৫২'র সকল ভাষা শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
আমরা তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাঁদের আত্মার
মাগফেরাত কামনা করছি। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি আমার মাতৃভাষার মর্যাদা বিশ্ব ভুবনে।
আমি কি ভুলিতে পারি!!!!!!!!!!
ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ানো ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি!!!!!!!!!!!!.................................................................................
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সালাম, বরকত, রফিক, জব্বারসহ
৫২'র সকল ভাষা শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
আমরা তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাঁদের আত্মার
মাগফেরাত কামনা করছি। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি আমার মাতৃভাষার মর্যাদা বিশ্ব ভুবনে।
Saturday, February 1, 2014
বনলতা সেন-জীবনানন্দ দাশ
হাজার
বছর
ধরে
আমি
পথ
হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল
সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়
সাগরে
অনেক
ঘুরেছি
আমি;
বিম্বিসার অশোকের
ধুসর
জগতে
সেখানে
ছিলাম
আমি;
আরো
দূর
অন্ধকারে বিদর্ভ
নগরে;
আমি
ক্লান্ত প্রাণ
এক,
চারিদিকে জীবনের
সমুদ্র
সফেন,
আমারে
দুদণ্ড
শান্তি
দিয়েছিল নাটোরের বনলতা
সেন।
চুল
তার
কবেকার
অন্ধকার বিদিশার নিশা,
মুখ
তার
শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর
সমুদ্রের’পর
হাল
ভেঙে
যে
নাবিক
হারায়েছে দিশা
সবুজ
ঘাসের
দেশ
যখন
সে
চোখে
দেখে
দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি
দেখেছি
তারে
অন্ধকারে; বলেছে
সে,
‘এতদিন
কোথায়
ছিলেন?’
পাখির
নীড়ের
মতো
চোখ
তুলে
নাটোরের বনলতা
সেন।
সমস্ত
দিনের
শেষে
শিশিরের শব্দের
মতন
সন্ধা
আসে;
ডানার
রৌদ্রের গন্ধ
মুছে
ফেলে
চিল;
পৃথিবীর সব
রঙ
নিভে
গেলে
পাণ্ডুলিপি করে
আয়োজন
তখন
গল্পের
তরে
জোনাকির রঙে
ঝিলমিল;
সব
পাখি
ঘরে
আসে-সব নদী-ফুরায়
এ
জীবনের
সব
লেনদেন;
থাকে
শুধু
অন্ধকার, মুখোমুখি বসিবার
বনলতা
সেন।
Monday, January 27, 2014
Friday, January 10, 2014
Subscribe to:
Posts (Atom)