Friday, December 26, 2014

Print Lyout Design

This is my personal profile layout design. You want to create your personal profile design. 
Please contact: email: mintinfo12mt@gmail.com
Mobile: +8801723918943
I promise, will work to the very low rates.

Monday, December 22, 2014

Clining Photo & Remove Background

This is a pial's Photo. It's a mobile Picture. So, I remove the picture background.


Thursday, December 18, 2014

Sunday, August 17, 2014

Identity Card Design

I am in the business of designing the card. If you want someone to design cards, please contact me.

Monday, July 7, 2014

Vigiting Card Desing

I'm a professional graphics designer. So I want to visiting card design.
You contact me on e-mail: mintinfo12mt@gmail.com

CV design

You want to CV design. So contact me & I help you. 
Below upload a CV just for example.
You contact me by email: mintinfo12mt@gmail.com

Friday, February 21, 2014

রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি!!!!!!!!!!
ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ানো ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি!!!!!!!!!!!!.................................................................................
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সালাম, বরকত, রফিক, জব্বারসহ
৫২'র সকল ভাষা শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
আমরা তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাঁদের আত্মার
মাগফেরাত কামনা করছি। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি আমার মাতৃভাষার মর্যাদা বিশ্ব ভুবনে।

Saturday, February 1, 2014

বনলতা সেন-জীবনানন্দ দাশ



হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধুসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রেরপর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‌‌‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে-সব নদী-ফুরায় জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন

Monday, January 27, 2014

A Book cover page Design

You want design your Novel cover page. so, you can contract with me. I give you a latest cover page.